কবিতা
শুদ্ধিকরণ
তনুশ্রী চক্রবর্তী
বুঝতে পারোনা তোমরা ?
নারী আজ বীতশ্রদ্ধ তোমাদের প্রতি?
এখনো সময় আছে মুছে ফেলো মনস্তত্বের খেরোর খাতা থেকে
তোমার বহুগামী উপাধি –
ভালোবাসা পেয়েও সাধ মেটেনা তোমার ?
কেন বলতো ?
আসলে তোমার তো পছন্দ সেলোফেনে মোড়া
তোষামোদের উল্কাবৃষ্টি ।
সেও কি ওই ...
কি পেয়েছো আজ অবধি তুমি দুর্নাম ছাড়া ?
কে বলে পুরুষেরা কলঙ্কিত হয়না ?
হয়, হয় ...
আসলে সংখ্যায় যা বেশী তাকে আমরা স্বাভাবিক বলে মেনে নি –
আর নগণ্য সংখ্যার অধিকারীর দিকে আঙ্গুল তোলাটা তো
আমাদের সহজতম প্রবৃত্তি!
তুমি নারীকে কলঙ্কিত করো নিজের দোষ ঢাকতে ?
নাকি সংখ্যাগরিষ্ঠ হতে ?
নারী বলতে বোঝো, কেবলই এক আবেগহীন কায়া !
লজ্জা করেনা তোমার ভাবতে,
এতো শক্তিশালী তুমি তাও কেন পারোনা সৃষ্টি করতে?
কেন নির্ভর করতে হয় তোমায় ?
উত্তর চাইবো না ।
কারণ উত্তর চাইলে আবার হয়তো সুযোগ পেয়ে যাবে,
অমর্যাদা করার ।
আসলে নিজের জায়গাটা বড্ড দুর্বল তোমার,
তাই এতো যুদ্ধ করতে হয় আমাদের সঙ্গে –
তোমরা ভাবো আমরা ভীরু
অথচ দেখো আমরা তোমাদের প্রতিপক্ষই ভাবিনা,
হয়তো যোগ্য প্রতিদ্বন্দ্বীও নয়...
যে মায়ের গর্ভে তোমার জন্ম,
তার মমতা দেখে বুঝতে শেখো নারীকে ;
নিজের লোলুপ চোখ দুটোকে একটু শাসন করো –
চেষ্টা করো ওই বীতশ্রদ্ধ মনগুলোকে তোমাদের প্রতি
শ্রদ্ধাশীল করতে ।
নাহলে যে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারবো না তোমাদের ...
শুনতে পাচ্ছো রণডঙ্কা ?
বিসর্জনের নির্ঘণ্ট হয়তো অনতিবিলম্বেই উপস্থিত হবে –
যূপকাষ্ঠে বলির জন্য প্রস্তুত করো তোমার পৈশাচিক মনকে ।
তনুশ্রী চক্রবর্তী
বুঝতে পারোনা তোমরা ?
নারী আজ বীতশ্রদ্ধ তোমাদের প্রতি?
এখনো সময় আছে মুছে ফেলো মনস্তত্বের খেরোর খাতা থেকে
তোমার বহুগামী উপাধি –
ভালোবাসা পেয়েও সাধ মেটেনা তোমার ?
কেন বলতো ?
আসলে তোমার তো পছন্দ সেলোফেনে মোড়া
তোষামোদের উল্কাবৃষ্টি ।
সেও কি ওই ...
কি পেয়েছো আজ অবধি তুমি দুর্নাম ছাড়া ?
কে বলে পুরুষেরা কলঙ্কিত হয়না ?
হয়, হয় ...
আসলে সংখ্যায় যা বেশী তাকে আমরা স্বাভাবিক বলে মেনে নি –
আর নগণ্য সংখ্যার অধিকারীর দিকে আঙ্গুল তোলাটা তো
আমাদের সহজতম প্রবৃত্তি!
তুমি নারীকে কলঙ্কিত করো নিজের দোষ ঢাকতে ?
নাকি সংখ্যাগরিষ্ঠ হতে ?
নারী বলতে বোঝো, কেবলই এক আবেগহীন কায়া !
লজ্জা করেনা তোমার ভাবতে,
এতো শক্তিশালী তুমি তাও কেন পারোনা সৃষ্টি করতে?
কেন নির্ভর করতে হয় তোমায় ?
উত্তর চাইবো না ।
কারণ উত্তর চাইলে আবার হয়তো সুযোগ পেয়ে যাবে,
অমর্যাদা করার ।
আসলে নিজের জায়গাটা বড্ড দুর্বল তোমার,
তাই এতো যুদ্ধ করতে হয় আমাদের সঙ্গে –
তোমরা ভাবো আমরা ভীরু
অথচ দেখো আমরা তোমাদের প্রতিপক্ষই ভাবিনা,
হয়তো যোগ্য প্রতিদ্বন্দ্বীও নয়...
যে মায়ের গর্ভে তোমার জন্ম,
তার মমতা দেখে বুঝতে শেখো নারীকে ;
নিজের লোলুপ চোখ দুটোকে একটু শাসন করো –
চেষ্টা করো ওই বীতশ্রদ্ধ মনগুলোকে তোমাদের প্রতি
শ্রদ্ধাশীল করতে ।
নাহলে যে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারবো না তোমাদের ...
শুনতে পাচ্ছো রণডঙ্কা ?
বিসর্জনের নির্ঘণ্ট হয়তো অনতিবিলম্বেই উপস্থিত হবে –
যূপকাষ্ঠে বলির জন্য প্রস্তুত করো তোমার পৈশাচিক মনকে ।
No comments:
Post a Comment