কবিতাঃ অভিষেক সর্বজ্ঞ





কবিতা

মাতৃক্রোড় থেকে আজীবন...
অভিষেক সর্বজ্ঞ



অসময়ে নিবেদন
কেড়ে নিল আরো এক সুপ্ত নির্যাস।
লোহিত দৃশ্যপট মনের অতল ছেড়ে
লকলকে জিহ্বায় মগ্নতা নিয়ে সুপ্রতিষ্ঠিত;
সব ছেড়ে গেলে সেই অবাধ্য মৌনতা ঋণী হয়ে
বাক্যালাপ ছেদ করে।

কবিতা ভূমিষ্ঠ হল।

নতজানু হয়ে প্রেম,
দুর্ভিক্ষের উপজীব্য, হাত পাতে মাংসের লোভে !
বলাকা হারিয়ে গিয়ে আকাশের সুনীল
চোখ চেয়ে খুঁজে ফেরে ফুটন্ত বিভাজিকা ।
রক্তিম আলোয় সঙ্ঘটিত পৃথিবীর শেষ ধর্ষণ
সক্রোধে সৃষ্টি করল জীবন।

ক্রমে ক্রমে বেড়ে ওঠে জারজ;
পৃথিবীকে ডাক দেবে বাবা,
বড় সাধ ।
মিশে যাওয়া বলাকার পথ সুস্পষ্ট সজীব,
শিশু খুঁজে নেয় মাতৃক্রোড়;
এইমাত্র শেষ হল তার প্রথম ধর্ষণ।

মা, প্রেম, নাকি গণিকা?

No comments:

Post a Comment