কবিতাঃ সুচেতা বিশ্বাস



কবিতা


নদী
সুচেতা বিশ্বাস


আমরা নদী পেরিয়ে এলাম
মতান্তর থাকলো না আর---
জলই জীবন---
যখন নৌকা দুলে উঠল, জল ফুলে উঠল


মাঝি তো আপন কথা বলে চলে
কবে কোন চড়ে মেলা বসে, কোথায় সঙ্গম,
বোধের প্রাচীর দিয়ে শুধু জীবন কে দেখি,

হাত দিয়ে ছুঁয়ে নি জলোচ্ছ্বাস
গভীরতা শীতল করে, হাতে এসে লাগে
শ্যাওলা, জলজ বেদনা হাসে, মাথা নাড়ে,
ভাসিয়ে নেওয়া হাওয়ায় ও কিসের ঘ্রাণ?
না বলা সব কথা ডুবুরী, মুক্ত খোঁজে---
বোধের প্রাচীর দিয়ে শুধু জীবন কে দেখি

No comments:

Post a Comment