কবিতাঃ শৈবাল মুখার্জী




কবিতা

খোঁজ
শৈবাল মুখার্জী




গতরাতে কবিতারা এসেছিলো
           ছন্দ ছাড়া
ভীড়-করা শব্দের ভিতর
কাটাছাঁটা করে গেছে
পদ্যময়, যেমন তেমন
         নাটোর নয়,
এ শহরে বনলতা চুল ছাঁটে
   বিবাহপূর্ব পদবীর মতন
ছায়া ছায়া, ভীড়-করা শব্দের
    ভিতর... একটুকরো নীরবতা
           হাতড়ায় কবি
   কিভাবে হারিয়ে গেছে
প্রিয় সে মৌন আত্মকথন
    একগুচ্ছ শব্দময় পুরুষের মাঝে
লাশকাটা ঘরে নীরব শব্দের
   সারি, কত কবি এসে খুঁজে যায়
        নৈরাজ্যে ও নীলিমায়...
           বনলতা, একমাত্র নারী।।

No comments:

Post a Comment