কবিতাঃ হিল্লোল রায়



কবিতা

ভাষা মাহাত্ম্য
হিল্লোল রায়




হাসাহাসি ভালো,
তবে ভাষা নিয়ে নয়-
জনতার রোষানলে
হবে নয়-ছয় !!


সন্দেশটা হজম হয়
মাতৃভাষায় হলে-
নইলে পরে মনের মাঝে -
মোরগ লড়াই চলে !!

ভাষা জ্ঞান ভাসাভাসা,
তাই লিখি ছন্দে-
মন-টা যে ডুবে রয়
সুর ও লয়-এর দ্বন্দ্বে !!

শিশুর মুখে ফুটলে ভাষা
মা-এর মনে হাসি -
বাবা তখন ভাবেন শুধু,
কখন যাবেন কাশী !!

ভাষা চাতুরী শিখতে চলুন
গন্ধমাদন পর্বতে-
হানিমুন-টা জমবে ভালো,
ওয়াইন-লিকার-সরবতে !!


চোখের ভাষার গভীরতা
বোঝায় মনের প্রেম-
স্বামী-স্ত্রীর কাজটা তখন,

খোঁজা ফটোর ফ্রেম!!

আলো আঁধারের ভ্রুকুটিতে
লুক্কায়িত ভাষা-
মনে আসে মাদকতা,
প্রেম ভাসা ভাসা !!


প্রেমের ভাষা যায় যে উবে
ডিভোর্স হলে পরেই-
হাসি-কান্না, চুনী-পান্না,
ঘাপটি মারে ঘরেই !!

ভাষা নিয়ে ঋতবাক
খুবই পয়মন্ত,
জড়ো করে দেশী ও বিদেশী
কবি, সাধুসন্ত !!

No comments:

Post a Comment