কবিতা
তুমি বললে থাক
মাহমুদ নজির
সবকথা যায়না বলা
সবকথার না হয় ওজন,
সবকথা না হয় শেষ।
কিছু কিছু কথা আছে
রয়ে যায় ভাবনার গভীরে
থেকে থেকে ওঠে ঢেউ ;
মনোলোকে তুলে কাঁপন!
ভাঙে বুক।
তোমাকে বলার ছিলো
অনেক কথা -
অনেক অনেক দুঃখ আর
যন্ত্রণার কাহিনী।
অথচ, সময় মুছে দিচ্ছে ক্রমাগত
সেইসব জমানো স্মৃতি ;
সেইসব না বলা কথা।
এখন শুধু হতাশার দিনযাপন,
আলো ভেবে অন্ধকারে হাঁটা...
তুমি বললে, থাক,
ওসব না বলাই ভালো।
No comments:
Post a Comment