কবিতাঃ ডঃ সুজাতা ঘোষ



কবিতা
বিষের নেশায়
ডঃ সুজাতা ঘোষ




অনেকক্ষণ – ঠিক কতকক্ষণ মনে নেই, তবে অনেকক্ষণ
অনেকখানি পথ পেরিয়ে অনেক আশা নিয়ে তাকিয়ে রইলাম
জল ভেদ করে নিচের দিকে।

একটু কি নড়ল! আচ্ছা জল যখন নড়ে, তখনই কি ভেতরের
বালিগুলো গোল গোল ঘুরতে ঘুরতে একটা নিরাশার
বলয় তৈরি হয়?

অ্যাই মেঘ! কোথায় যাচ্ছ অত বড় বড় পাহাড় বানিয়ে
সূর্যকে ঢেকে রামধনুর ঐ ইণ্ডীগোটাকে বেছে নিয়ে
সমস্ত রাস্তাকে ময়ূরকণ্ঠী করে , সোনালী পদ্ম লেখা ঠিকানায়!
আচ্ছা, রূপালী রঙটা এতো সাদা নয় কেন?

আবার একটা কালো রাক্ষুসে মেঘ ঢেকে দিল চাঁদটাকে
এত হিংসুটে না!
অ্যাই শোন, আমরা না ক্যাণ্ডেল লাইট ডিনার করব কাল সকালে!
সকালে? না ঠিক সকাল নয়, ওটা হল ডন। ওই সময়টাই তো নেশা ধরায়।
মাথাটা ঝিম ঝিম করে, শরীরের প্রতিটি শিরা উপশিরা শির শির করে উঠে
ভীষণ নেশা ধরে, মনে হয় আর একটু – আর একটু – আর একটু –
কিন্তু সুখ ক্ষণস্থায়ী ---
পরম তৃপ্তিতে সমস্ত শরীরটা যখন পড়ে থাকে শ্বেত পাথরের উপর
ঠাণ্ডা হয়ে থাকা জলকনায় আবদ্ধ হয়ে,
তখনই একটা বিষাক্ত সবুজ সাপ ছোবল দিতে থাকে নরম
গোলাপী পাপড়ির প্রতিটি শিরা উপশিরায়।

আঃ – কি আরাম!
সমস্ত আকাশটা সাদাটে নীল হয়ে আছে,
রূপালি চাঁদটা হাসছে আমার নেশা ধরা শরীরের
শিরার মধ্যে বয়ে যাওয়া নীল রঙা বিষের চমক দেখে।

ওর ও কি ইচ্ছে হয় বিষাক্ত ছোবল খেয়ে নিজেকে ক্ষত – বিক্ষত করতে?
ভীষণ ঘুম পাচ্ছে, চোখ দুটো আর খুলে রাখা যায় না
আস্তে আস্তে মিষ্টি শিরশিরে হাওয়া আমার
সমস্ত শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে
আমি ঘুমাব -ভীষণ ঘুম পাচ্ছে ।।

No comments:

Post a Comment