কবিতা
কুয়াশা-কণিকাগুলি
অমিতাভ প্রামাণিক
#১
এতদিন ভিজে ভিজে ছিল।
এখন শুকিয়ে বেশ হিমেল।
পাল্কীতে আসছেন তিনি –
শীতবুড়ি। এলো তার ই-মেল।
#২
এইটুকু চাল! আমি
ছড়ালাম পাখিদের দিতে।
আর একটু চাল পেলে
ভাত খাওয়া যেত এই শীতে।
#৩
দখিন দুয়ার যেমন ছিলো
উত্তরও তাই। খোলাই।
নীল কুয়াশা ছুটছে মাঠে
শীতের চতুর্দোলায়।
#৪
এঁড়ে গরুদের প্রয়োজন কীসে?
তাঁত বুনে খাই, আমি তো তাঁতী।
উত্তুরে হাওয়া তবু ডাক দেয়
চল করে আসি চড়ুইভাতি।
#৫
এই শীতে আর ঘর থেকে বার? উঁহু।
রোদ বাড়লে ছড়িয়ে দেবো চুল।
সামনে একটা নেমন্তন্ন আছে।
যাত্রাপথে কুড়িয়ে নেবো ফুল।
#৬
এমনি করেই বেলা বেড়ে বেড়ে যাবে।
এমনি করেই শেষ হয়ে যাবে যাপন।
তবু বসন্ত আসবে একটা, ভাবি
শীতের হাওয়ায় যখন লাগছে কাঁপন।
ছোট্ট করে ছোট্ট কথায় ছন্দ-বীজের বপন ........... খুব ভাল লাগল।
ReplyDelete