অণুগল্প : অর্দ্ধেন্দুশেখর গোস্বামী









অণুগল্প 

সরমা-সংবাদ 
অর্দ্ধেন্দুশেখর গোস্বামী 



সারমেয় সুন্দরী বাদামিনীর এখন মধুমাস। তার পিছনে তিন দামড়া। বেড়ে, ছুবলা আর ল্যাংড়া। বেড়ে বাদামিনীকে প্রণয় নিবেদনের উপক্রম করলে ছুবলা বেড়ের উপর ঝাঁপিয়ে পড়ে; আবার ছুবলার প্রেম উথলে উঠলে বেড়ে তার উপর চড়াও হয়। ল্যাংড়া বেচারা দুর্বল দামড়া, দূর থেকেই বাদামিনীর প্রণয় প্রহসন দেখে রোমাঞ্চিত হয়; কাছে যাওয়ার মত সাহস হয় না। 

এমন সময় তিনি এলেন। গর্বিত ভঙ্গীতে, অকুণ্ঠিত পদক্ষেপে। সব রঙ শুষে নিয়ে তিনি জেল্লাদার ঘনশ্যাম। সঙ্গে সঙ্গে বেড়ে আর ছুবলা ‘আসুন স্যার, উঠুন স্যার’ বলে নিজেরা একটু তফাত হয়ে গেল। তিনি পরম ঔদাসীন্যে এদিক ওদিক নিজের গন্ধ ছড়ালেন, পিছনের দু’পা দিয়ে খানিক মাটি আঁচড়ালেন এবং সমর্পণের ভঙ্গীতে তাঁর দিকে এগিয়ে আসা বাদামিনীর উপর অনায়াসে আরোহণ করলেন। 

অভিসার সার্থক করে অন্যান্য সুন্দরীদের সন্ধানে তিনি নিস্ক্রান্ত হতেই বেড়ে এবং ছুবলা পরস্পরের উপর মহাবেগে ঝাঁপিয়ে পড়ে কামড়াকামড়িতে এমনই মগ্ন হয়ে গেল যে ল্যাংড়াও সাহস করে বাদামিনীর দিকে এগিয়ে যাবে কিনা ভাবতে শুরু করে দিল।

No comments:

Post a Comment