মুক্ত গদ্য : ইন্দ্রাণী ঘোষ



মুক্ত গদ্য



ঢেউ আর চাঁদনী 
ইন্দ্রাণী ঘোষ  


একদিন তারা এক হয়েছিল একটা সাদা কুয়াশা ঘেরা বিকেলে।

রাখী পূর্ণিমার চাঁদ শ্রাবণ মেঘের আড়াল ছিঁড়ে সেদিন দেখা দিল। নদীর বুকে রূপোলী ঢেউয়ের হৃদমাঝারে। চাঁদ কে বুকে নিয়ে উথালি পাথালি ঢেউ পাগল সুখে আছড়ে পড়েছিল। নদীর আত্মা আর রাখী পূর্ণিমার চাঁদ বাঁধা পড়েছিল নরম জ্যোৎস্নার বাঁধনে। ঢেউয়ের উদ্দামতায় অবাক নদী। সে বলল “ও মা, সেকি! তুই আমার বুকে চাঁদনীকে নিয়ে এমন উতলা  হতে পারিস বুঝি ?” আহা, চাঁদনী তোকেও বড্ড মায়াবী লাগে রে। মেঘের আড়ালে রূপোলী আলো চলকে পড়ে। জয় গোস্বামী পড়িস নি, না রে? সেই যে মেয়েটা বলেছিল “মা আমার এক দিঘি জল সমস্ত গ্রাম করে ছলচ্ছল”। মা বলল “পোড়ারমুখি দু চক্ষের বিষ, ফের তুই প্রেমে পড়েছিস?” কোন মেঘের আড়ালে চলে গেলি চাঁদনী? রাহু গ্রাস করল তোকে। রূপোলী আলো গলে বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়লি তুই। ঢেউ কি বুঝল তুই রূপোলী চাঁদের আলো থেকে বৃষ্টি হয়ে গেলি? ঢেউ বড় অভিমানী রে, দেখ কেমন মেঘের রঙ ধরেছে। পরের মুখের ঝাল খেয়েছে জানিস তো। তোকে খুঁজছে চাঁদনী, আরও তীব্র হয়ে আয় চাঁদনী, বৃষ্টি হয়েই আয় । 



No comments:

Post a Comment