কবিতা : অরিন্দম চন্দ্র



কবিতা


চার অক্ষর
অরিন্দম চন্দ্র




চার অক্ষরের শব্দে রক্তে ঝড়তুফান;
লোকনৃত্য মদের ঘোরে
রণক্ষয়ী দুন্দুভি বাজায়।

ভেলা ভেসে যায় বিস্ফোরক তথ্য ও অস্ত্রে
বিষাদ সমুদ্রের বুক চিরে
নির্জন দ্বীপের উদ্দেশে ।

চার অক্ষরের শব্দে পলিমাটি সিঞ্জিত
খড়ের সাজানো কাঠামো
নোনতা জলে মিশে যায়...



1 comment:

  1. চার অক্ষরে শব্দ ভালোবাসায় রক্তে বাজে মাদল দে দোল দে দোল
    ভালোবেসে শরীরে তুফান তোল।
    আপনার কবিতা আমাকে অনুপ্রাণিত করছে। লিখনের সার্থকতা এই খানে। শুভকামনা থাকলো।

    ReplyDelete