কবিতা
নেশা
অনিন্দ্য মুখোপাধ্যায়
তুমি আমার হারিয়ে যাওয়া মেঘ ,
তোমার কথায় কয়েক পসলা বৃষ্টি
হয়ে যেতে পারে, যদি তুমি রাগ করো,
তোমার রাগই এক এক ফোঁটা বৃষ্টি ।
তোমার রাগ ঝরে পড়ে, ঝরে পড়ুক,
তোমার রাগেই ভিজবে পথঘাট ।
নদী আর চাষের ক্ষেতেও জল,
'রেনি ডে' তো, তাই বন্ধ দোকান পাঠ।
তোমার রাগ এ ড্রেন, সে ড্রেন হয়ে
কখন যেন পড়বে গঙ্গায় !
অনেকটা রাস্তা বয়ে চলে,
তোমার রাগ কংক্রিট শুষে নেয়।
তোমার রাগের কারণ আছে জানি,
অকারণ টা ও তোমার কাছে কারণ।
আমিও খুব রাগতে পারি জানো,
রাগিনা কেন !! ডাক্তারের বারণ।
গত মাসেই প্রেশার গিয়েছে বেড়ে ,
সুগার টেস্ট করাতে এখনও বাকি।
তোমায় দেখবো সে গুড়েও শুধু বালি,
ছানি পড়া দুটো চোখ নিয়ে তো থাকি।
স্বপ্নে যদিও তোমারই হাতছানি,
তোমার সঙ্গে অবাধ মেলামেশা।
কখনো আমি ড্রাগ নিইনি, জানো
তবু তুমি আমার ব্রাউন সুগার, নেশা।
নেশার কথা তুলে ভালোই হল,
নেশা আমার শরীর মন জুড়ে
নেশা কাটানোর শপথ নিইনা তবু ,
নেশা কমেছে নতুন বচ্ছরে।
No comments:
Post a Comment