কবিতা
সমান ভাগ
ডঃ সুজাতা ঘোষ
সকালের হালকা রোদ, বারান্দার ইজি চেয়ার
হাতে ইংরাজী খবরের কাগজ, টেবিলে সাদা কাপ
অনেকটা সবুজ কেটে তবে হয়েছে এই সুখ।
নীচে কচি সবুজ ঘাস, আর নানা রঙের টবে
থোকা থোকা রঙিন ফুল।
ডাক্তার বলেছে, রোজ শিশিরের উপর পায়চারী
চোখের জন্য খুব উপকারী।
যদিও চশমাটা বহুকাল হল সঙ্গী
তবুও আশা ছাড়ি কেন?
সীমানায় সাদা পাঁচিল, তাতে শক্ত তারের বাঁধন।
আকাশচুম্বী বাসা, একটু এগোলেই চাঁদ।
ভিতরে বাইরে কড়া নজর, পিঁপড়ে থেকে বাঁদর
কেউ যেন না আসে আশপাশ।
সকাল সন্ধ্যে ঢালছি ওষুধ – অ্যাসিড
কেরোসিন আর ফিনাইল।
হাত বাড়িয়ে হাতড়ে চলি
কোথায় গেল কাপ!
তাকিয়ে আমার ছানাবড়া চক্ষু হওয়ার জোগাড়
কাঁচের টেবিলে পা দুলিয়ে, হাতে দার্জিলিং চা
চুমুক দিচ্ছে মহানন্দে বেটা বাঁদর ভায়া।
এত ফিনাইল, এত কেরোসিন, কিচ্ছুতে হচ্ছে না কাজ
এবার তবে কি ডাণ্ডা নেব,
তাড়াব পগাড়পার?
যেই না ভাবা, অমনি হেসে টানল চশমা ধরে
দৌড় দিল সোজা ... একেবারে অন্দরমহলে।
দৌড়দৌড়ি, হইচই সারা বাড়ির লোক
এ যেন তারই সাম্রাজ্য, আমরা যুগান্তর।
সাধের বাড়ি তচনচ করে ছাড়ল যখন পাড়া
আমি তখন রাস্তায় দাঁড়িয়ে সর্বস্ব হারা।
বুঝিয়ে দিল, পৃথিবীতে ওদেরও ভাগ আছে
না দিলে, ছাড়বে না ওরাও
লড়বে সমানে সমানে।।
No comments:
Post a Comment