অনুগল্প
পিয়ালী বসু
ঢং ঢং ঢং ! চৌরঙ্গীর বোস এন্ড কোম্পানি থেকে বাবার কেনা দেওয়াল ঘড়িটা পেন্ডুলাম দুলিয়ে সময়টা জানিয়ে দেয় , দুপুর বারোটা !
ইস ! এত দেরি হয়ে গেছে ? তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় মানালী , ভাত ঘুমের এই গড়িমসিটা কাটাতেই হবে তাকে
আলমারি খুলে জামা কাপড় বাছতে থাকে সে , কি পরবে ? আজ তো বেশ গরম , তাহলে সাদা কুর্তি টা পরে নি ? সঙ্গে জিনস ? নিজের মনেই প্ল্যান কসতে থাকে মানালী ।
নাহহ ! আর দেরি করা চলবে না , রাজদীপ নিশ্চয়ই এতক্ষণে গোল পার্কের সি সি ডি র প্রায় কাছাকাছি । দেরি করা মোটেই পছন্দ করে না দীপ।
অভ্যস্ত হাতে চুলে ব্রাশ চালাতে থাকে মানালী । “চুলটা কি খুলেই রাখবে ? না কি ? ঘামে ভিজে আবার কাঁধে লুটাবে না তো ? দীপ যদিও খোলা চুলেই তাকে দেখতে ভালবাসে , তবুও” ...
চুলটা খোলাই রাখে মানালী । কিন্তু ব্যাগে ঢুকিয়ে নেয় ব্যান্ডআনা টা , দুপুরের এই লু টা চুলের পক্ষে ভালো নয় মোটেই ।
সাদা কুর্তিটাই শেষমেশ পরে সে , গরমে সাদা রঙের জুড়ি মেলা ভার ।
Nothing gonna change my love for you... Bryan Adams এর গলায় মোবাইল বেজে ওঠে ।
“আর কতক্ষণ ? আমি তো গন্তব্য স্থলে দণ্ডায়মান ম্যাডাম” ।
“এইতো ! আর পাঁচ মিনিট , প্লিজ সোনা ! bare with me .” দীপ কে সামলে নেয় মানালী ।
রাজদীপের সঙ্গে মানালীর আলাপ প্রায় এক বছর । ভাবতে বসলে বেশ অবাক লাগে তার । কত তাড়াতাড়ি এই মন দেওয়া নেওয়ার পাট টা চুকিয়ে ফেলেছে তারা ।
অটো থেকে নেমে এগিয়ে যায় মানালী । “কই দীপ কে দেখা যাচ্ছে না তো” ?
ফোনটা বার করতে যায় ব্যাগ থেকে , একটা ফোন করে দেখবে কি ? রেগে গেল না তো ? বেশ টেনশনে পড়ে যায় সে ।
একবছরের মধ্যে আজ তাদের প্রথম দেখা । ফেসবুকের গণ্ডি ছাড়িয়ে ।
লেখাটি পড়লাম । কিন্তু এই লাইনটি হাসিয়ে দিল ! " “এইতো ! আর পাঁচ মিনিট , প্লিজ সোনা ! bare with me .” দীপ কে সামলে নেয় মানালী । " আসলে "Bare with me" কথাটির মানে হল "get Naked with me" কোথাও পড়েছিলাম,এক প্রোমোটার একদা বলেছিল 'We are currently under construction, please bare with us" , ব্যাস,আর যায় কোথায়,একগাদা naked people দরজার বাইরে লাইনে খাড়া হয়ে গেল ! আমার কেন জানিনা মনে হচ্ছে এই শীতে রাজদীপ মানালীর সাথে গড়িয়াহাটের কাছে naked হবার অনুরোধ রক্ষার ভয়ে আর আসে নি দেখা করতে ! ঈস,এর চেয়ে মানালী যদি সরল সাদা বংগভাষায়," “এইতো ! আর পাঁচ মিনিট , প্লিজ সোনা ! আসছি আমি এক্ষুণি " বলত,তবে এই লেখাটির গল্প হবার অন্য এক সম্ভাবনা হয় তো ছিল ! এইসব কথা অবিশ্যি বেশী সিরিয়াসলি নেবার দরকার নেই,কারন এটি " much ado about nothing " !
ReplyDeleteতারপর কি হল পিয়ালী,
ReplyDeleteধন্যবাদ, অসম্ভব সুন্দর একটা লেখা পড়লাম এবং শুভেচ্ছা জানাই।
ReplyDelete