কবিতা : বিশ্বজিৎ বর্মণ




কবিতা



পুনর্বাসন
বিশ্বজিৎ বর্মণ



না জেনেই তুমি নাস্তানাবুদ
বালির শাড়িতে
না জেনেই তুমি বড় অদ্ভুত
আমার গলিতে

অমন দিন আমারও ছিলো
ছিলো সমকোণ
অস্ত্রও ছিল সুদিন ধারালো
ছিলো নিয়ন্ত্রণ

আজ তো অসহায় সৈনিক
জানি সমর্পণ
রাজস্ব দিতে হবে দৈনিক
নইলে গর্দান

অমন দিন আমারও ছিল
নব্য প্রস্তরযুগ
অস্ত্র ছিল তীব্র ও সূচালো
কুশলী শত্রুভুক

আজ তো অসহায় শ্রাবণ
শুধু নিম্নমুখী
এপারে খরা ওপারে প্লাবন
ইচ্ছে বহুমুখী

ইচ্ছে মানে দখলদারি আর
পুনর্বাসন শোক
জল ও জলজ দুই-ই চাই 
ভরা প্লাবন হোক

আবার প্লাবন মানে নাব্য নদী
নৌকো তাহার চাই
নইলে পলিই বা কাঁহাতক, যদি
উর্বরতা নাই

1 comment: