কবিতা: সন্তু মুখোপাধ্যায়





কবিতা


যান্ত্রিক সমাজ
সন্তু  মুখোপাধ্যায়




কয়েকটা যন্ত্র উৎসুক
বেলুন ফাটলেই ছড়িয়ে পড়বে কাগজ
উদ্বেল চিৎকারে শ্যাম্পেনের ফোয়ারা,
ট্রাফিকে রবীন্দ্র সঙ্গীত; সুরের জোয়ার,
অসহায় নারী মাথা ঠুকছে-
বাঁচাও, বাঁচাও...
শব্দ পৌঁছাচ্ছে না!
পুলিশের আসা-যাওয়া,
রাস্তায় গাড়ির হর্ণ
ভুঁ-ঝিকঝিক আওয়াজ
অথচ বৃদ্ধাশ্রমে মায়ের কান্না
বোঝেনি কেউ... 
ধর্ষিতার স্কেচে পরিচিতের মুখ,
লুম্পেনদের মাঝে বিবর্ণ সামাজিক বোধ,
নারী হারিয়ে ফেলে শরীর,
তবুও বাজছে ভক্তিগীতি-
"সাধ না মিটিল, আশা না পুরিল"
সদলবলে যান্ত্রিক হচ্ছে সমাজ।

No comments:

Post a Comment