কবিতা: অনুপম দাশশর্মা



কবিতা




অপহৃত সুখ
অনুপম দাশশর্মা


#
রাত্রির স্তনে আর দুধ আসেনা ভোরের মুখ তাই ফ্যাকাশে
ক্রমশঃ ভাঙ্গছে সভ্যতা জঠরের ভারসাম্যহীন বাতাসে
বৈধতা কিসের? কে করবে পরিমাপ?
সংযম বিলুপ্ত প্রজাতি
নেই দৃষ্টান্তঃ সব উদ্ভ্রান্ত বিবেকটা মিথ্যের বেসাতি..



##
এধারে ওধারে ওড়ে বিলাসের গুঁড়ো ছাই
নেই নেই সাধনার পীতবাস
হোকনা নির্বোধ, নিষ্ঠার  সিঁড়ি বেয়ে
আসুক আবার নেমে কালিদাস


###
নির্বাণ চাইনা বিনিদ্র রজনীর যে শুধু
স্মৃতিকে রাখে ধরে
দশক দশক ধরে অকৃত্রিম সম্ভ্রমে
যে মানুষ আজও সমাদরে..


####
এ কেমন কালযাপন
করতলে ঘেমে যায় প্রায় বিলুপ্ত শ্রাবণ
অধরা স্বস্তিরা পরদেশী
জ্ঞানের পরিধি থাকে গন্ডীর পা ছুঁয়ে
উপরে ঘুমায় কাটা শশী ।


#####
বিশেষণ তবে কী ক্ষয়িষ্ণু সমপাতে
ঘিরে রাখবেই স্নায়ু পতন
এখনো সাহিত্য জেগে "কিন্তু"র সংঘাতে
হোক না সুখের অপহরণ।

No comments:

Post a Comment