কবিতা: অদিতি সেন চট্টোপাধ্যায়





কবিতা 



নগ্ন মাতৃশব
অদিতি সেন চট্টোপাধ্যায়




প্রতিদিন নিজের শব দেখি 
প্রতিদিন দেখি ঝুলন্ত শব আমার 
গাছে গাছে ঝুলন্ত সব শব 
নগ্ন শবেরা 
নগ্নতা দেখতে ভীড় করে আসে 
আমার সন্তানরা 
তাদের চোখে জল আর আগুন খেলা করে 
আমি সেই ভীড়ে খুঁজি 
সেই সব সন্তানদেরও 



রাতের অন্ধকারে জীব হয়ে যাওয়া 
আমারই  সে সন্তানদের 
মাতৃ যোনি খুঁড়ে কী পৈশাচিক আনন্দে 
মেতেছিলো তারা 



যেন কোনোদিনই জানতো না 
তাদের সে জন্ম ইতিহাস..

1 comment: