কবিতা: তন্ময় গুপ্ত
কবিতা
পানকৌড়ি
তন্ময় গুপ্ত
অনেক দিন তো দিস না দেখা,
আছিস কেমন ?
আড়াল থেকে চুপটি হাসিস,
স্বভাব যেমন !
পানকৌড়ি ডুব দিয়েছিস,
ভাসবি কবে ?
একমুঠো ফুল ঠাণ্ডা হাওয়া,
আসবি কবে ?
ছেঁড়া পাতায় চিঠি লেখা
উঠেই গেছে ।
কবিতা তোর ভাল্লাগেনা ?
গেছিস বেঁচে।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment